Sunday, October 1, 2017

পাওনা টাকা চাইতে গিয়ে টাকার বদলে পেল মার


  • পাওনা টাকা চাইতে গিয়ে টাকার বদলে পেল মার। কাটাখালী বাজারে রাসেল নামে এক ব্যক্তি মনির নামে এক ব্যক্তির কাছে মাত্র ১০০ টাকা পাওনা চাইতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পাওনাদার রাসেলকে মেরে আহত করেন মনির ও তার চাচা কালাম মীর। বাজারের সকলে বিচার দাবী করেন। এলাকায় ক্ষোভ বিরাজ করছে। 

1 comment:

  1. এ ঘটনায় উভয় পক্ষকে ঢাকা হলে মনির গ্রুপ পাওনা টাকার কথা স্বীকার করেন এবং রাসেলকে মেরেছে বলে প্রমাণ পাওয়া যায়। আগামী কাল স্থানীয়ভাবে মীমাংশার কথা রয়েছে।

    ReplyDelete