Tuesday, January 1, 2019

আবার ও বড় জয় পেল মহা জোট।





















বরগুনা-২ আসন থেকে টানা ৩য় বারের মত এমপি হলেন 


শওকত হাসানুর রহমান রিমন।

জনগনের সঠিক মূল্যায়নে বিপুল ভোটে তৃতীয় বারের মতো আবার ও সংসদে 

সর্বমোট প্রাপ্ত 
ভোট সংখ্যা =নৌকা=২,০১,১৭১
                    ধানের শীষ=৮,৯৯৪
                    পাখা=৮,০৩০।



Sunday, October 1, 2017

পাওনা টাকা চাইতে গিয়ে টাকার বদলে পেল মার


  • পাওনা টাকা চাইতে গিয়ে টাকার বদলে পেল মার। কাটাখালী বাজারে রাসেল নামে এক ব্যক্তি মনির নামে এক ব্যক্তির কাছে মাত্র ১০০ টাকা পাওনা চাইতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পাওনাদার রাসেলকে মেরে আহত করেন মনির ও তার চাচা কালাম মীর। বাজারের সকলে বিচার দাবী করেন। এলাকায় ক্ষোভ বিরাজ করছে।